বাংলাদেশের মাটিতে ইসলামিক মৌলবাদীদের তাণ্ডব অব্যাহত। প্রায় রোজই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটছে। আর সাধারণ নির্বাচনের প্রাক্কালে হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
এবারে ফরিদপুর জেলায় একই রাতে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হলো। গত ১৫ই ডিসেম্বর রাতে ফরিদপুর জেলার অন্তর্গত আলফাডাঙ্গায় তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
যে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে সেগুলি হলো: আলফাডাঙ্গা শ্রী শ্রী বিষ্ণু পাগল আশ্রমের মন্দির, শ্রী শ্রী দামোদর আখড়ার দুর্গা মন্দির এবং আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির।
এদের মধ্যে দামোদর আখড়ার দুর্গা মন্দিরের মা দুর্গার মূর্তির মুখের অনেক্ত অংশ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। ভগবান শিবের মূর্তির মুখ ভাঙচুর করা হয়েছে। একই ভাবে বাকি দুটি মন্দিরের মূর্তিতেও ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। এর আগে এমন ঘটনা এলাকায় হয়নি বলেই তাদের দাবি।
অন্যদিকে ঘটনার নিন্দায় সরব হয়েছেন ফরিদপুর জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি যশোদা দেবনাথ। তিনি প্রশাসনের কাছে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।