বাংলাদেশ: পঞ্চগড়ে মা কালীর মূর্তি ভাঙচুর, সন্দেহের তির মৌলবাদীদের দিকে



Updated: 09 March, 2023 6:20 am IST

ফের একটি হিন্দু মন্দিরকে নিশানা করলো মৌলবাদী শক্তি। এবার পঞ্চগড়ের একটি কালী মন্দিরের ভিতরে থাকা মা কালীর মূর্তি ভাঙচুর করলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। স্থানীয়দের অভিযোগ, মৌলবাদীরা এমন কাণ্ড ঘটিয়েছে।

জানা গিয়েছে, গত শবে বরাতের রাত্রে পঞ্চগড় জেলার গারিনাবারি ইউনিয়নের অন্তর্গত গোয়ালপাড়া বাজারের কাছে থাকা কালী মন্দিরের মূর্তি ভাংচুর করার ঘটনা ঘটে। পরের দিন সকালে স্থানীয়রা মন্দিরের ভিতরে থাকা মা কালীর মূর্তি ভাঙ্গা অবস্থায় দেখতে পান।

স্থানীয় হিন্দুরা দেখেন যে মা কালীর মূর্তির মাথা ভেঙে ফেলা হয়েছে। খবর জানাজানি হওয়ায় স্থানীয় হিন্দুরা মন্দিরের সামনে ভিড় করেন। তাঁরা অনেকেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি ওঠে।

তবে রাতের অন্ধকারে ঘটনা ঘটায় কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে, সে সম্বন্ধে কারওর কোনও ধারণা নেই। তবে অনেকে মূর্তি ভাঙার পিছনে ইসলামিক মৌলবাদীদের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন। কারণ কয়েকদিন আগেই আহমদিয়া সম্প্রদায়ের মুসলিমদের উপরে চরম আক্রমণ নেমে এসেছিল। ইসলামিক মৌলবাদীদের হামলায় ২ জন আহমদিয়া মুসলিম ব্যক্তির মৃত্যু হয়। একাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সে ঘটনা ঘিরে পুরো পঞ্চগড় জেলায় উত্তেজনা রয়েছে। তারই মধ্যে হিন্দু মন্দিরের মূর্তি ভাঙচুর হওয়ায় স্বাভাবিকভাবেই ইসলামিক মৌলবাদীদের দিকে সন্দেহ অনেকের।