বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থানের উপরে হামলা অব্যাহত। আর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই এমন ঘটনা বাড়ছে। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে নির্বাচনে ফায়দা তুলতে চাইছে একটি পক্ষ। আর এ কাজে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে।
খবর অনুযায়ী, গত ১৫ই মার্চ রাতে কুড়িগ্রামের উলিপুরের যোদ্দারপাড়ার শ্মশান কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটে। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মন্দিরের ভিতরে থাকা মা কালীর প্রতিমা ভাঙচুর করে।
স্থানীয় এক যুবক বলেন ‘মন্দিরটি প্রায় সারা বছর তালাবদ্ধ থাকে। ভক্তরা প্রতিদিন বাইরে থেকে ঠাকুরকে পূজা দিয়ে যান। মন্দিরের গ্রিলের ওপরের ফাঁকা জায়গা দিয়ে কেউ ভেতরে প্রবেশ করে প্রতিমাটি নিয়ে গেছে। বাইরে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেগুলোর ফুটেজ পরীক্ষা করলে আগন্তুককে চিহ্নিত করা যেতে পারে।’
পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।