বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয়স্থলের উপরে দুষ্কৃতীদের হামলা অব্যাহত। এবারে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মন্দিরের মূর্তি ভাঙচুর করলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা(Hindu temple attacked in Bangladesh, Murti broken)। ঘটনা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার অন্তর্গত ধর্মপুর গ্রামের।
প্রাপ্ত খবর অনুযায়ী, গত ৬ই মার্চ সকালে গ্রামের বাসিন্দারা দেখেন যে গ্রামের মধ্যে থাকা মা গঙ্গা দেবীর মন্দিরের দরজা ভাঙ্গা। ভিতরে গিয়ে তাঁরা দেখেন যে মা গঙ্গা দেবীর মূর্তি ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। দেবী মূর্তির মাথা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে রয়েছে।
পরে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনস্থলে আসে পুলিশও। তবে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মূর্তি ভাঙচুর করার কারণে গ্রামের কেউই বলতে পারেননি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনযায়ী এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।