বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপরে হামলা অব্যাহত। এবারে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে রংপুরের একটি কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো। ঘটনায় স্থানীয় হিন্দুদের অভিযোগ, ইসলামিক মৌলবাদীরা এমন কাণ্ড ঘটিয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গিয়েছে, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ শিঙ্গিমারী গ্রামে রয়েছে শ্মশান কালী মাতার মন্দির। শনিবার সকালে স্থানীয় হিন্দুরা দেখেন যে মন্দিরের ভিতরে থাকা মা কালীর প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা।
স্থানীয়দের অনুমান, আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে দুষ্কৃতীরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এমন কাজ ইসলামিক মৌলবাদীদের, এমনটাই অভিযোগ করছেন তাঁরা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।