বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন অব্যাহত। এবারে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় এক নাবালিকাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করলো এক মুসলিম যুবক। ঘটনা নেত্রকোনার। অভিযুক্ত যুবক কাউসার মিঞা(২১) পলাতক।
জানা গিয়েছে, মৃতা নাবালিকার নাম মুক্তা রাণী বর্মন(১৬)। সে বাউশি ইউনিয়নের অন্তর্গত প্রেমনগর ছালিপুরা গ্রামের বাসিন্দা। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে প্রায়শই তাকে উত্যক্ত করতো গ্রামেরই বাসিন্দা কাউসার। এমনকি কয়েকবার তাকে প্রেম প্রস্তাব দেয় কাউসার। পরে বিরক্ত হয়ে বাড়িতে জানায় মুক্তা রাণী। পরে মুক্তা রাণীর পরিবারের তরফে কাউসারের পরিবারকে জানানো হয়। এতে সমস্যা মিটে যাবে, এমনটাই আশা করেছিলেন মুক্তা রাণীর পরিবার।
গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল মুক্তা রাণী। সেই সময় ধারালো দা নিয়ে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে কাউসার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কিছু বুঝে ওঠার আগেই মুক্তা রাণীর ঘাড়ে ও গলায় এলোপাথাড়ি কোপায় কাউসার। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা উদ্ধার তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক কাউসার মিঞা পলাতক রয়েছে।