বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ইসলামিক মৌলবাদীদের নির্যাতন অব্যাহত। এবার এক হিন্দু নাবালিকাকে অপহরণ করার ঘটনা ঘটলো। অভিযোগ, পুলিশ অপহরণের অভিযোগ নিতে না চায়নি। তাই শেষমেষ কন্যাকে উদ্ধারে আদালতের দ্বারস্থ হয়েছেন পিতা।
জানা গিয়েছে, অপহৃতা নাবালিকার নাম তমা মন্ডল(১৬)। সে বরিশাল জেলার আহুতি থানা এলাকার বাসিন্দা। তমা বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী। এলাকায় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল সে।
অভিযোগ, গত ২৮শে জানুয়ারি মামার বাড়ি থেকে ফেরার পথে তাকে কয়েকজন মুসলিম যুবক অপহরণ করে। পরে অপহরণের অভিযোগ জানাতে গেলে আগৈলঝাড়া থানার পুলিশ অভিযোগ নিতে চায়নি। উল্টে মেয়েকে উদ্ধারে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ, এমনটাই অভিযোগ তমার পিতা রামকৃষ্ণ মণ্ডলের।
রামকৃষ্ণ বাবুর অভিযোগ, মহম্মদ আরাফাত ও সাগর শেখ নামে দুই মুসলিম যুবক সবসময় তাঁর মেয়েকে উত্যক্ত করতো। এমনকি একাধিকবার প্রেম প্রস্তাবও দিয়েছিল। আর এসব ঘটনা বাড়িতে জানিয়েছিল তমা, জানাচ্ছেন তাঁর পিতা।
এদিকে পুলিশ অভিযোগ না নেওয়ায় গত ১লা ফেব্রুয়ারি বরিশালের বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন তমার পিতা রামকৃষ্ণ মন্ডল। মোহাম্মদ আরাফাত ও সাগর শেখ ছাড়াও আর অজ্ঞাত দুই তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় তমাকে অপহরণ করেছে দুষ্কৃতীরা।