বাংলাদেশ: স্কুলের হিন্দু নাবালিকা ছাত্রীকে অপহরণ, গ্রেপ্তার শিক্ষক মহম্মদ মনজুরুল ইসলাম



Updated: 15 August, 2023 6:49 am IST

ইসলামিক বাংলাদেশে হিন্দু মেয়েদের অপহরণ থেমে নেই। প্রায়ই রোজই হিন্দু মেয়েদের অপহরণ করছে ইসলামিক মৌলবাদীরা। এবার স্কুলের নাবালিকা হিন্দু ছাত্রীকে অপহরণ করলেন স্কুলের শিক্ষক। পরে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্ত শিক্ষক মহম্মদ মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। ঘটনা বাংলাদেশের চট্টগ্রামের।

জানা গিয়েছে, ১১ বছর বয়সী রুপালি সরকার(নাম পরিবর্তিত) চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার অন্তর্গত নন্দনকানন এলাকার বাসিন্দা। সে নন্দকানন পাহাড়িকা গার্লস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ওই স্কুলের ধর্ম বিষয়ের শিক্ষক মহম্মদ মনজুরুল ইসলাম।

গত ১২ই আগস্ট, শনিবার প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুপালি। টিউশনে যাওয়ার পথে রাস্তা থেকে রূপালিকে রাস্তা থেকে অপহরণ করে তাঁরই স্কুলের শিক্ষক মহম্মদ মনজুরুল ইসলাম। মেয়ে বাড়ি না ফায়ার আসায় এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে তাঁর পিতা ও পরিবারের লোকেরা। পরে মেয়ের কোনও খোঁজ না পেয়ে কোতোয়ালি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তাঁর পিতা।

পরে তিনি জানতে পারেন যে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। সেই মতো পরে তিনি থানায় শিক্ষক মনজুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ ওই অভিযুক্ত শিক্ষকের মোবাইল নম্বর ট্র্যাক করে বান্দরবনে পৌঁছায়। সেখানে একটি হোটেল থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করার পাশাপাশি অপহৃতা নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, “আমরা মেয়েটিকে উদ্ধার করেছি। তাদেরকে চট্টগ্রামে আনা হচ্ছে। “