বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে অন্যতম প্রাচীন মন্দির কান্তজিউ মন্দির এবার ইসলামিক মৌলবাদীদের নজরে। অভিযোগ, মন্দিরের জমিতে নির্মাণ করা হচ্ছে মসজিদ। আর এই কাজে ইসলামিক মৌলবাদীদের সহযোগিতা করছেন হিন্দুদের স্বার্থরক্ষাকারী দল হিসেবে দাবি করা আওয়ামী লীগের এমপি।
জানা গিয়েছে, কিছুদিন আগেই দিনাজপুরের বিখ্যাত কান্তজিউ মন্দিরের জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় একদল মুসলিম মৌলবাদী। তাঁরা মসজিদ নির্মাণের কথা জানিয়ে ব্যানার লাগায়। হিন্দুরা তা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেও কাজের কাজ কিছুই হয়নি।
হিন্দুদের অভিযোগ, দিনাজপুর -১ আসনের আওয়ামী লীগ এমপি জাকারিয়া জাকার সহযোগিতায় মন্দিরের দেবোত্তর জমির একটি অংশ মসজিদ নির্মাণের কমিটির নামে রেজিস্ট্রি করে নেওয়া হয়। তারপর সেই জমিতে মসজিদ নির্মাণের জন্য বালি, রড, পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী রাখা হয়।
এরই মধ্যে গত ১লা মার্চ তারিখে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের এমপি জাকারিয়া জাকা। অভিযোগ, ইসলামিক মৌলবাদীদের হয়ে কাজ করছেন আওয়ামী লীগের এমপি।
হিন্দুদের অভিযোগ, জেলা শাসকের সহযোগিতায় মন্দিরের জমির জাল কাগজ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে মন্দিরের জমি রক্ষায় প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগের এমপি জাকারিয়া জাকার মদতে চলছে মসজিদ নির্মাণের কাজ।
এই বিষয়ে জেলা শাসক শাকিল আহমেদ বলেন, “এটা রাজ দেবোত্তর এস্টেটের জমি। আমি নিজেও একজন ট্রাস্টি। আমরা বৈঠক করার পর আজ (রোববার) দুপুরে আমি নিজে সেখানে গিয়েছিলাম। মসজিদ কমিটির সঙ্গে কথা হয়েছে। তাদের নির্মাণ পুরোপুরি বন্ধ করতে বলা হয়েছে। বিকল্প জায়গায় মসজিদ নির্মাণের কথা বলেছি।”