বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালেও হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলা থেমে নেই। মুখে হিন্দু সংখ্যালঘুদের স্বার্থ রক্ষাকারী বললেও আওয়ামী লীগের শাসনকালে হিন্দুরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে এবং এখনও হচ্ছে। এবারে তেমনই একটি ঘটনার খবর এলো ঝিনাইদহ জেলা থেকে।
অভিযোগ, আওয়ামী লীগ আয়োজিত রাজনৈতিক মিছিলে যোগ না দেওয়ায় হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উন্মত্ত ইসলামিক মৌলবাদী। আর সেই ইসলামিক মৌলবাদীদের নেতৃত্ব দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একজন আওয়ামী লীগ নেতা সমেত মোট তিন জনকে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে বেশ কিছু সংখ্যক হিন্দু সংখ্যালঘু পরিবারের বসবাস। বেশ কয়েকদিন আগে গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যবহার করা শ্মশ্মানের গাছ কেটে বিক্রি করে দে আওয়ামী লীগের কর্মীরা। এ নিয়ে গ্রামের হিন্দু সংখ্যালঘুরা প্রতিবাদ করেন। থানায় অভিযোগও করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
এরই মধ্যে বুধবার স্থানীয় ইউনিয়নে একটি মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। সেই মিছিলে গ্রামের হিন্দু বাসিন্দাদের যোগ দিতে বলা হয়। কিন্তু শ্মশ্মানের গাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ হিন্দুরা সেই মিছিল বয়কট করেন। গ্রামের কেউই সেই মিছিলে যোগ দেননি। আর এতেই গ্রামের হিন্দু সংখ্যালঘুদের উপরে ক্ষিপ্ত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তাদের অধীনে থাকা ইসলামিক মৌলবাদীরা।
এরপরই হিন্দুদের উপরে আক্রমণ নেমে আসে। বুধবার গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হিন্দুদের উপরে হামলা চালানো হয়। হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করার পাশাপাশি বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এছাড়াও, বেশ কয়েকজন হিন্দু বাসিন্দাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে বেশ কয়েকজন হিন্দু বাসিন্দা আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ আশ্রিত ইসলামিক মৌলবাদীদের হামলায় যে হিন্দুরা আহত হয়েছেন, তাঁরা হলেন শ্রীপুর গ্রামের সন্তোষ কুমার বিশ্বাস, অমল কুমার বিশ্বাস, বিশ্বজিৎ প্রামাণিক ও চিরঞ্জীব কুমার বিশ্বাস।
ইতিমধ্যে ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে ,অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ উপজেলার পরিচিত আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন জুয়েল, টিটোন এবং মিরাজ হোসেনকে গ্রেপ্তার করেছে।