বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। ফরিদপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর করার পর এবারে হবিগঞ্জে বিশ্বকর্মা পূজার মণ্ডপে হামলা চালানো এবং প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো।
জানা গিয়েছে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজার আয়োজন করেছিলেন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। গতকাল রাত ১১টা নাগাদ, একদল উন্মত্ত ইসলামিক মৌলবাদী লাঠি ও অন্যান্য ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পূজা মণ্ডপে হামলা চালায়। সেই সময় পূজা মণ্ডপে উপস্থিত হিন্দুদের উপরে নির্যাতন চালানো হয়। যাকে হাতের সামনে পেয়েছে, তাকেই মারধর করে ইসলামিক মৌলবাদীরা। বাদ যাননি মণ্ডপে আসা শিশু ও মহিলারাও।
এমনকি মণ্ডপে থাকা বিশ্বকর্মার প্রতিমা ভেঙে ফেলে দেওয়া হয়। প্রতিমা ভাঙ্গা আটকাতে গিয়ে কয়েকজন হিন্দু যুবক আহত হয়েছেন। লাঠির আঘাতে তাদের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।
এদিকে পূজা মণ্ডপে ইসলামিক মৌলবাদীদের হামলার ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ইসলামিক মৌলবাদীদের তাণ্ডব স্পষ্টতই দেখা গিয়েছে। সেই ভিডিও পোস্ট নেটিজেনরা দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি তুলেছেন।