বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসছে, হিন্দুদের উপরে হামলার ঘটনা ততই বাড়ছে। এবার ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে হিন্দু মালিকানাধীন একটি মিষ্টির দোকানে ভাঙচুর চালালো একদল ইসলামিক মৌলবাদী। পাশাপাশি চরম হিন্দু বিরোধী স্লোগান দেওয়া হয়। যা ঘিরে আতঙ্ক বিরাজ করছে এলাকার হিন্দুদের মধ্যে। গতকাল ১০ই জানুয়ারি, মঙ্গলবার ঘটনাটি ঘটে বরিশালের লঞ্চ ঘাট এলাকায়।
জানা গিয়েছে, গতকাল দুপুরে বরিশালের বিখ্যাত মিষ্টির দোকান ‘ঘোষ মিষ্টান্ন ভান্ডার’-এ মিষ্টি খেতে আসেন এক মাওলানা। অভিযোগ, ওই মাওলানা মিষ্টি খাওয়ায় পর টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। সেই সময় দোকানে থাকা এক কর্মচারীর সঙ্গে e নিয়ে বচসা বাঁধে। টাকা নিয়ে দুই জনের মধ্যে সামান্য বচসা হয়। তারপরই ওই মাওলানা দোকান থেকে চলে যান।
এর পরই কিছুক্ষনের মধ্যে কয়েকশো ইসলামিক মৌলবাদী উস্কানিমূলক স্লোগান দিতে দিতে ওই মিষ্টির দোকানে হামলা চালান। দোকানে ভাঙচুর চালানো হয়। বরিশাল শহরে একটিও হিন্দুকে থাকতে দেওয়া হবে না, দোকান পুড়িয়ে দেওয়া হবে এমন সব স্লোগান দিতে থাকেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। তাঁরা উন্মত্ত মৌলবাদীদের আটকায়। টা নাহলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারতো।
এদিকে এমন ঘটনায় বরিশালের সংখ্যালঘু হিন্দু বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। মৌলবাদীদের হুমকির কথা মাথায় রেখে সতর্ক পুলিশ ও প্রশাসন। পুলিশের তরফে এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করার পাশাপাশি নিয়মিত টহলদারি চলছে বলে জানা গিয়েছে।