২০,০০০ হিন্দুর উপস্থিতিতে ঐতিহাসিক গীতা পাঠ অনুষ্ঠান বাংলাদেশে



Updated: 27 April, 2024 3:43 pm IST

এই প্রথম। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। কুড়ি হাজারের বেশি হিন্দুর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সমবেত গীতা পাঠ অনুষ্ঠান। আজ ২৭শে এপ্রিল, শনিবার দিনাজপুরের কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।

আজ গীতা পাঠ অনুষ্ঠান উপলক্ষে দিনাজপুর ও আশেপাশের জেলা থেকে হাজার হাজার হিন্দু মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। এরপরই নির্দিষ্ট সময়ে শুরু হয় গীতা পাঠ। সমবেত কণ্ঠে কুড়ি হাজারের বেশি হিন্দু গীতার শ্লোক পাঠ করেন।

গীতা পাঠ অনুষ্ঠানে হিন্দুরা।

এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মত। অনেকেই বলছেন যে এমন সমবেত গীতা পাঠ অনুষ্ঠান বাংলাদেশে এই প্রথম। উদ্যোক্তারা জানাচ্ছেন যে আগামী দিনে এই অনুষ্ঠান আরও বড় করে করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিল ঐতিহাসিক কান্তজিউ মন্দির। মন্দিরের জমিতে বেআইনিভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছিল। মসজিদ নির্মাণ করার কাজে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাংসদ। সেই খবর সামনে আসার পরই দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়েন সেদেশের হিন্দু সংখ্যালঘুরা। তারপরেই নড়েচড়ে বসে শেখ হাসিনা সরকার। দিনাজপুরের জেলা শাসক নিজে গিয়ে মসজিদ নির্মাণের কাজ বন্ধ করেন। সেই ঘটনার পর এমন গীতা পাঠ অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ।