প্রায় রোজই হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুর করার ঘটনা তো ছিলই। এবার ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্কুলে হামলা চালালো একদল ইসলামিক মৌলবাদী। তাদের সঙ্গে যোগ দিলো স্কুলের মুসলিম ছাত্ররা। অভিযোগের ভিত্তিতে আপাতত ওই হিন্দু শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনা বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়ার।
জানা গিয়েছে, দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন নিউটন সরকার। নিউটন সরকার যশোর জেলার মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলে কয়েকজন মুসলিম ছাত্র। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক। তাঁর দাবি, কিছু ছাত্র মিথ্যা তাঁর বক্তব্য বিকৃত করে এলাকার মুসলিম বাসিন্দাদের ভুল বুঝিয়েছে।
তবে ওই শিক্ষকের বক্তব্যে সন্তুষ্ট নয় ইসলামিক মৌলবাদীরা। গতকাল রবিবার ওই স্কুলে বিক্ষোভ দেখায় একদল স্থানীয় মুসলিম বাসিন্দা। তাদের অভিযোগ, ওই হিন্দু শিক্ষক জীববিজ্ঞানের ক্লাস নেওয়ার সময় ইসলাম ধর্মের নবীকে অপমান করেছেন। তাই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
তারপরই বিক্ষুব্ধদের শান্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা সাহিদুল ইসলাম ওই শিক্ষককে বরখাস্ত করার কথা ঘোষণা করেন। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। আপাতত আতঙ্কে রয়েছেন ওই হিন্দু শিক্ষক।
Image Credits: bdnews24.com