বিপুল আসনে জয়লাভ করে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। নিজেকে হিন্দু স্বার্থরক্ষাকারী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরলেও হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার। কিন্তু তারপরেও আওয়ামী লীগের প্রতি সমর্থন কমেনি দেশের হিন্দু সংখ্যালঘুদের। কিন্তু এবারের নির্বাচনের পরেই দেশজুড়ে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটে চলেছে। আর তারই মাঝে ঝিনাইদহে খুন হলেন আওয়ামী লীগের এক হিন্দু নেতা।
জানা গিয়েছে, খুন হওয়া ওই হিন্দু নেতার নাম বরুন ঘোষ(৪২)। বরুন ঘোষ ঝিনাইদহ-২ আসন এলাকার ঘোষপাড়ার বাসিন্দা এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। গতকাল ৯ই জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বরুন ঘোষকে কুপিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে তাঁর সারা শরীরে নৃশংসভাবে কোপানো হয়েছে।
ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ শাহীন উদ্দিন বলেন যে একজন আওয়ামী লীগের কর্মীকে খুন করা হয়েছে। কী কারণে তাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের তরফে ‘নৌকা’ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহজীব আলম সিদ্দিকী সামি। তাঁর বিরুদ্ধে নির্দল হিসেবে ‘ঈগল’ প্রতীকে প্রার্থী হয়েছিলেন নাসির শাহরিয়র জাহিদী। আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। এই তারপর থেকেই হিন্দু সংখ্যালঘুদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিলো বলে অভিযোগ।