বাংলাদেশ: ধর্মান্তরিত পুত্রের মৃতদেহ নিতে অস্বীকার করলেন হিন্দু পিতা



Updated: 17 January, 2023 6:47 am IST

ইসলামে ধর্মান্তরিত হওয়া পুত্রের মৃতদেহ নিতে অস্বীকার করলেন হিন্দু পিতা। আর এর ফলে মৃত্যু হওয়ার কয়েকদিন ধরে দেহ পড়ে রইলো হাসপাতালের মর্গে। শেষ পর্যন্ত ওই মৃত ব্যক্তির সহপাঠীরা ইসলামিক নিয়ম মেনে কবর দিলেন। ঘটনা বাংলাদেশের কক্সবাজার-এর।

জানা গিয়েছে, গত বুধবার ঢাকার তেজগাঁও এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় সাঈদ আবদুল্লাহ(২২) নামে এক যুবকের। পরে রেল পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পকেটে থাকা মানি ব্যাগে পাওয়া নথিপত্রের সূত্র ধরে কক্সবাজার জেলার চকরিয়া থানায় খবর দেওয়া হয়।

এর পরই চকরিয়া থানার দল অনুসন্ধানে নেমে সাঈদ আবদুল্লাহ-এর জন্মদাতা পিতাকে খুঁজে বের করে। এমনকি পুলিশের তরফে মৃতদেহ নিয়ে সৎকার করার আবেদন জানানো হয় পুলিশের তরফে। কিন্তু সাঈদের জন্মদাতা পিতা জানান যে তিনি হিন্দু ধর্মাবলম্বী। সাঈদ পূর্বে হিন্দু ছিল, পরে স্কুলে পড়াকালীন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। সেই কারণে পুত্রকে ত্যাগ করেছেন তিনি। তাই মৃতদেহ নিতে পারবেন না বলে থানায় লিখিতভাবে জানান।

তারপরই সাঈদের মৃতদেহ তাঁর সহপাঠীরা ইসলামিক নিয়ম মেনে ঢাকার একটি কবরস্থানে কবর দেন।

খবর অনুযায়ী, সাঈদ আবদুল্লাহ স্কুলে পড়ার সময় ইসলামে ধর্মান্তরিত হয়ে বাড়ি ছেড়েছিলেন। স্কুলে পড়ার সময় সে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিল। সাঈদ আবদুল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ায়। তাঁর পূর্বে নাম ছিল জুয়েল শীল। তাঁর পিতার নাম বিধু কুমার শীল। ইসলামে ধর্মান্তরিত হওয়ার কারণে তাঁর পিতা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপর থেকেই ঢাকায় থাকতো সাঈদ আবদুল্লাহ।