বাংলাদেশ: ময়মনসিংহে হিন্দু পরিবারকে অমানুষিক নির্যাতন



Updated: 10 June, 2023 4:16 pm IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ইসলামিক মৌলবাদীদের নির্যাতন অব্যাহত। এবারে ময়মনসিংহ জেলার ত্রিশালে একটি হিন্দু পরিবারের উপরে অমানুষিক নির্যাতন চালালো ইসলামিক মৌলবাদীরা। নির্যাতিত হিন্দু পরিবারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জানানোর পরও পুলিশ অভিযুক্তদের ধরতে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

জানা গিয়েছে, ধানীখোলা ইউনিয়নে ওই হিন্দু পরিবারটির বসবাস। বেশ কিছুদিন ধরেই স্থানীয় কিছু মৌলবাদী শক্তি ওই পরিবারটিকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। ওই পরিবারের অভিযোগ, তাদের জমি ও ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিলো। কিন্তু হিন্দু পরিবারটি সেসবে কান না দিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন।

গত ৮ই জুন, সকালে একদল ইসলামিক মৌলবাদী ওই হিন্দু পরিবারের উপরে হামলা চালায়। হামলার নেতৃত্বে ছিলেন মহম্মদ জলিল এবং মহম্মদ মান্না নামে দুইজন ইসলামিক মৌলবাদী। ওই হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে হিন্দু পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। বাদ যাননি মহিলারাও। বাড়ির মহিলাদের মারধর করা হয়। লাঠির আঘাতে এক মহিলার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে হিন্দু পরিবারটি। পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশকে অভিযোগ দায়ের করার পরও অভিযুক্তদের ধরছে না পুলিশ।