কোরআন অবমাননার অভিযোগে এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কিশোরের নাম রূপক রায়(১৭)। সে নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। গতকাল ১৪ই মার্চ, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।
খবর অনুযায়ী, ধৃত রূপক জুয়াড়ি হিসেবে এলাকায় পরিচিত। সে অনলাইন(থাই) জুয়ার বাজি ধরতো। গত ১২ই মার্চ সে অন্যদের জুয়া খেলায় উৎসাহিত করতে কোরআন হাতে নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করে। কোরআন হাতে নিয়ে সেই ভিডিওতে রূপক বলে, “কোরআনের শপথ করে বলছি যারা এই জুয়ায় অংশ নেবেন, তাঁরা প্রতারিত হবেন না, লাভবান হবেন”।
সেই ভিডিও নজরে পড়তেই তোলপাড় শুরু হয় সৈয়দপুর শহরে। মুহুর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়। ইসলামিক জনতার একাংশ অভিযোগ করেন যে কোরআন হাতে নিয়ে জুয়ার শপথ করে ওই হিন্দু কিশোর কোরআনের অবমাননা করেছেন। তাই ওর শাস্তি দেওয়া হোক।
পরে রূপক রায়ের বিরুদ্ধে এক যুবক থানায় অভিযোগ দায়ের করলে রূপক রায়কে গ্রেপ্তার করে পুলিশ। নেট মাধ্যমে উত্তেজক আলোচনা চলতে থাকায় সতর্কতামূলক নানা ব্যবস্থাও নিয়েছে পুলিশ। রূপক রায়ের বাড়ির সামনে বাহিনী মোতায়েনের পাশাপাশি এলাকার পরিস্থিতির উপরেও নজরে রাখছে পুলিশ।