বাংলাদেশ: নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুর



Updated: 01 October, 2023 7:14 am IST

প্রতিমা ভাঙার উৎসব শুরু হয়ে গিয়েছে ইসলামিক বাংলাদেশে। ফরিদপুর, গোপালগঞ্জের পর এবার নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুর করার খবর সামনে এসেছে।

জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা একটি মন্দিরে নির্মীয়মাণ দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। পূর্বের ঘটনাগুলির মতো এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের পুরুলিয়া ঠাকুরবাড়িতে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। গত ২৮শে সেপ্টেম্বর রাতে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা প্রতিমা ভাঙচুর করে। পরের দিন অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর সকালে স্থানীয় হিন্দুরা দেখেন যে মন্দিরের ভিতরে নির্মীয়মাণ প্রতিমার অনেক অংশে ভাঙা। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় হিন্দুদের অভিযোগ, পুলিশকে ঘটনার কথা জানালেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয় হিন্দু সংখ্যালঘুদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, এর আগে ফরিদপুরে দুর্গা মূর্তি ভাঙচুর করার ঘটনা ঘটেছিলো। সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তারপর গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটে। সেই ঘটনায়ও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।