বাংলাদেশ: ঝিনাইদহে দুর্গা প্রতিমা ভাঙচুর



Updated: 03 October, 2023 7:26 am IST

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর অব্যাহত। ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের পর এবার দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো ঝিনাইদহ জেলায়।

জানা গিয়েছে, আসন্ন পূজা উপলক্ষে ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের কালীতলা মন্দিরে দূর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছিল। গতকাল অর্থাৎ ২রা অক্টোবর রাতে মন্দিরের ভিতরে প্রতিমা নির্মাণের পর বাড়ি চলে যায় মৃৎশিল্পী। গভীর রাতে স্থানীয়রা দেখেন যে মন্দিরের ভিতরের নির্মীয়মান প্রতিমাগুলি ভাঙা। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সব প্রতিমার মাথা ভেঙে ফেলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের অন্যান্য জেলায় দুর্গা প্রতিমা ভাঙচুর করার খবর ঘিরে আতঙ্কে ছিলেন স্থানীয় হিন্দু সংখ্যালঘুদের অধিকাংশ মানুষ। তাই রাতে মন্দিরে প্রতিমা পাহারা দেওয়ার জন্য কিছু যুবক নিয়ম করে রাতে পাহারা দিতেন। তাঁরা বলছেন যে গত রাতে ১১ টা পর্যন্ত তাঁরা পাহারায় ছিলেন। রাতে বাড়িতে খাবার খেয়ে ফের মন্দিরে ফেরার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ায় মন্দিরে ফিরতে দেরি হয়ে যায়। রাত্রি ১টা নাগাদ মন্দিরে ফিরে এসে দেখেন যে মন্দিরের ভিতরে থাকা সব প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।

এদিকে ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মন্দির কমিটির তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, প্রতি বছরই দুর্গা পূজার প্রাক্কালে প্রতিমা ভাঙার উৎসব শুরু হয়ে যায় বাংলাদেশে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এর আগে ফরিদপুর, গোপালগঞ্জ নড়াইলে দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনার তদন্ত চলার মাঝেই ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো।