ঢাকা: কেরানীগঞ্জের দুর্গা পূজার মণ্ডপে গরুর মাংস ফেললো ইসলামিক মৌলবাদীরা, গ্রেপ্তার ৪



Updated: 22 October, 2023 6:02 am IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ইসলামিক মৌলবাদীদের আক্রমণ অব্যাহত। দুর্গা পূজার দিনেও থিম নেই তান্ডব। এবার ঢাকার কেরানীগঞ্জের দুর্গা পূজা মণ্ডপে গরুর মাংস ফেলার ঘটনা ঘটলো। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ৪ জন ইসলামিক মৌলবাদীকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, গতকাল শনিবার, মহাসপ্তমীর দিন, কেরানীগঞ্জের ব্রাহ্মণগাওঁ দুর্গা পূজা মণ্ডপে ভোর রাত ২টা নাগাদ, মণ্ডপের ভিতরে গরুর মাংস পড়ে থাকতে দেখেন মন্দির কমিটির লোকজন। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ মন্দিরে এসে ঘটনাস্থল ঘুরে দেখে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয়। পরে মন্দির কমিটির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।

ঘটনার তদন্তে নেমে মন্দির এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি অটো রিক্সা মন্দিরের দিকে আসছে। সেই রিক্সা মন্দিরের সামনে দাঁড়ায় এবং মহম্মদ রাকিব এবং রিপন হোসেন মন্দির লক্ষ্য করে কিছু ছুঁড়ে দিচ্ছে। মন্দিরের ভিতরের সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি মাংসের টুকরো মন্দিরের ভিতরে পড়ে এবং অন্য একটি টুকরো মন্দিরের দরজার মুখে পড়ে। পরে সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ মোহাম্মদ রাকিব এবং রিপন হোসেনকে গ্রেপ্তার করে।

পরে থানায় নিয়ে গিয়ে তাদের জেরা করা হয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় বাজারের মাংস দোকানদার মহম্মদ সুজন এবং ইব্রাহিমকে গ্রেপ্তার করে। ধৃত চার জন মিলে দুর্গা পূজা মণ্ডপে গরুর মাংস ফেলার পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ।