বাংলাদেশ: শরীয়তপুরের গঙ্গা মন্দিরে দুষ্কৃতী হামলা, মূর্তি ভাঙচুর



Updated: 02 July, 2023 12:21 pm IST

ইসলামিক বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের উপরে হামলা অব্যাহত। এবারে হামলার শিকার হলো শরীয়তপুরের একটি গঙ্গা মন্দির। মা গঙ্গার প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গতকাল ১লা জুলাই দুপুরে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, মা গঙ্গার মন্দিরটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের অন্তর্গত কার্তিকপুর গ্রামে অবস্থিত। মন্দিরটি রাস্তার পাশে অবস্থিত। গতকাল বিকেলে স্থানীয় কিছু হিন্দুরা লক্ষ্য করেন যে মন্দিরের ভিতরে থাকা মা গঙ্গার মূর্তির হাত, চূড়া এবং অন্যান্য স্থানে ভাঙ্গা। তা দেখতে পেয়েই মন্দিরে ভিড় করেন স্থানীয় হিন্দুরা।

মন্দিরটি ফাঁকা স্থানে অবস্থিত হওয়ায় কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে, তা বলতে পারছেন না কেউ। স্থানীয়দের অনুমান, রাস্তার পাশে হওয়ায় মন্দিরের প্রতিমা লক্ষ্য করে পাথর ছুঁড়েছে দুষ্কৃতীরা।

ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করা এবং গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সনাতন বৈদিক বিদ্যালয়ের সদস্যরা। ইতিমধ্যেই সংগঠনটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।