বদাউনে(Badaun double murder) দুই হিন্দু নাবালককে নৃশংসভাবে হত্যায় জড়িত সাজিদের জানাজা ও দাফনে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার স্থানীয় মুসলমান। সাজিদের মা ও পুলিশের কড়া নিরাপত্তায় এলাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, দুই হিন্দু নাবালককে খুনের পর থেকে পলাতক ছিলেন সাজিদ ও জাভেদ। পরে পুলিশের এনকাউন্টারে সাজিদের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর সাজিদের মা নাজরীন বেগম হাসপাতালে দেহ নিতে পৌঁছে যান।
হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে তখন বিশাল সংখ্যক স্থানীয় মুসলমানের ভিড়। মিছিল করে দেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে। পুলিশের কড়া নিরাপত্তায় সাজিদের দেহকে দাফন করা হয়।
খবর অনুযায়ী, সাজিদের দেহ দাফনের সময় হাজার হাজার স্থানীয় মুসলমান বাসিন্দা কবরস্থানে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সাজিদকে শেষ শ্রদ্ধা জানান।
তবে উপস্থিত কেউই ২ হিন্দু নাবালকের খুনের ঘটনার নিন্দা করেননি। একমাত্র খুনি সাজিদের মা জানান যে তাঁর ছেলে খারাপ কাজ করেছে।
সাজিদের মা জানান যে যাদেরকে তাঁর ছেলে খুন করেছে, ওই পরিবার খুব প্রতিবেশী হিসেবে খুব ভালো ছিল। বিপদে অপদে বহুবার সাজিদকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। এমনকি খুনের দিন, ওই দুই হিন্দু নাবালকের মা সাজিদকে ৫,০০০ টাকা ধার দিয়েছিল।
সাজিদের মা আরও জানান যে খুন করার পর সাজিদ বাড়ি এসেছিল। সাজিদ তাঁর মাকে জানায় যে সে বিনোদের দুই ছেলেকে খুন করেছে। পুলিশ যা করেছে, ঠিক করেছে বলেও জানান সাজিদের মা।
প্রসঙ্গত, গত ১৯শে মার্চ, বদাউনে নৃশংসভাবে হত্যা করা হয় ২ হিন্দু নাবালককে। প্রতিবেশী মুসলিম যুবক সাজিদ ও জাভেদ নৃশংসভাবে হত্যা করে আয়ুশ (১২) ও আহান (৮) নামে দুই ভাইকে। ওপর এক ভাই পীযুষ(১০) কোনরকমে দৌড়ে পালিয়ে যায়।