অস্ট্রেলিয়া: মেলবোর্নের শিব-বিষ্ণু মন্দিরে খালিস্তানি উগ্রপন্থীদের হামলা



Updated: 17 January, 2023 3:27 pm IST

অস্ট্রেলিয়ার হিন্দুদের উপরে খালিস্তানি উগ্রপন্থীদের হামলা অব্যাহত। বাপস স্বামীনারায়ণ মন্দিরের পর এবার হামলা চালানো হলো মেলবোর্নের ঐতিহাসিক শিব বিষ্ণু মন্দিরে। খালিস্তানি উগ্রপন্থীরা মন্দিরে ভাংচুর চালানোর পাশাপাশি মন্দিরের দেওয়ালে হিন্দু বিরোধী এবং মোদী বিরোধী স্লোগান লিখে গিয়েছে। আর এমন ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মেলবোর্নের হিন্দুদের মধ্যে।

জানা গিয়েছে, গত ১৬ই জানুয়ারি ওই মন্দিরে হামলা চালায় খালিস্তানি উগ্রপন্থীরা; অর্থাৎ স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালানোর ঠিক পরের দিন। উগ্রপন্থীরা মন্দিরে ভাঙচুর চালানোর পাশাপাশি স্প্রে রং দিয়ে ‘টার্গেট মোদী(Target Modi)’, ‘মোদী হিটলার(Modi Hitler)’, এবং ‘হিন্দুস্তান মুর্দাবাদ (Hindustan Murdabad)’  স্লোগান লিখে রেখে যায়।

উল্লেখ্য, হামলার দিন ওই মন্দিরে বিশাল সংখ্যক হিন্দু জড়ো হয়েছিলেন। ওইদিন শুভ ‘পোঙ্গল’ উৎসব অনুষ্ঠিত হচ্ছিলো মন্দিরে। সেই সময়ই মন্দিরে হামলার ঘটনা ঘটে।

ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই হামলার তীব্র নিন্দা ভেসে এসেছে। জিউশ কাউন্সিল, বৌদ্ধ কাউন্সিল এবং গুরুদ্বারা কাউন্সিল এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে অস্টেলিয়ার হিন্দু কাউন্সিল, ভিক্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি মকরন্দ ভাগবত বলেন, ‘আমি এমন ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ। আমরা বিষয়টি নিয়ে ভিক্টোরিয়ার মাল্টিকালচারাল কমিশন এবং মাল্টিকালচারাল মিনিষ্ট্রির দ্বারস্থ হবো। এমন হামলায় হিন্দুরা যে আতঙ্কে রয়েছে, তাও জানাবো।’