আসাম: বিক্ষোভে সামিল হিন্দুদের উপরে লাঠিচার্জ হাইলাকান্দি পুলিশের



Updated: 11 July, 2023 4:45 am IST

হিন্দু নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিক্ষোভরত হিন্দুদের উপরে লাঠিচার্জ করলো পুলিশ। বাদ পড়লেন না মহিলারাও। ঘটনা আসামের হাইলাকান্দি শহরের।

জানা গিয়েছে, গতকাল সোমবার হাইলাকান্দি শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে। বর্ণি ব্রিজ এলাকায় হিন্দু নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের পর খুন এবং জেলার বিভিন্ন প্রান্তে মন্দিরে গরুর মাংস ফেলার প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সমেত একাধিক হিন্দু সংগঠনের কর্মী ও সমর্থকেরা এই বিক্ষোভে অংশ নেন।

অভিযোগ, বিক্ষোভ চলাকালীন হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলের নেতৃত্বে বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। বিক্ষোভে সামিল হিন্দুদের উপরে লাঠি চার্জ করে পুলিশ। বেধড়ক পিটিয়ে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এমনকি বিক্ষোভে সামিল মহিলাদের টানা হেঁচড়া করে এবং পেটায় পুরুষ পুলিশকর্মীরা, অভিযোগ হিন্দু সংগঠনের প্রতিনিধিরা।

পরে একাধিক হিন্দু সংগঠনের কর্মীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানা থেকে পাঠানো ভিডিও বার্তায় হিন্দু সংগঠনের কর্মীরা অভিযোগ করেছেন যে পুলিশ বিক্ষোভ দমন করতে হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছে। এদিকে হিন্দু নাবালিকাকে গণধর্ষণ করে খুনে মূল অভিযুক্ত জুবাইর আহমেদ তালুকদারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু বিক্ষোভরত হিন্দুদের উপরে নির্যাতন চালালো পুলিশ।

এদিকে পুলিশের এহেন আচরণে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে পুরো হাইলাকান্দি জেলায়। অনেকেই পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।