ভিসা নিয়ে ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলেছিলেন বাংলাদেশী ইসলাম মন্ডল, গ্রেপ্তার করলো পুলিশ



Updated: 01 January, 2024 3:37 am IST

কাঁটাতার পেরিয়ে ভারতে মুসলিম অনুপ্রবেশের ঘটনা তো ছিলই। এবার ভিসা নিয়ে বৈধ উপায়ে ভারতে এসে ভোটার তালিকায় নাম তোলার মত ঘটনা ঘটলো। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা আসামের মরিগাঁও জেলার লাহরীঘাট বিধানসভার দক্ষিণ সেনিমারী এলাকার।

জানা গিয়েছে, বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা ইসলাম মন্ডল বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে আসেন গত ১৫ই ডিসেম্বর, ২০২৩ তারিখে। সঙ্গে নিয়ে আসেন তাঁর নাতি মুস্তাকিমকে। ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে আসেন তাঁরা। ভারতে এসেই আসামের মরিগাঁও জেলার লাহরীঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ সেনিমারী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

কিন্তু সদ্য ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায় যে নাম রয়েছে ইসলাম মণ্ডলের। ভোটার তালিকায় ‘নুর ইসলাম’ নামে ভাড়া ঘরের ঠিকানা দিয়ে নাম তুলেছেন ইসলাম মন্ডল। সেই তালিকা দেখেই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দাদের কয়েকজন। তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

গতকাল পুলিশের একটি দল ভাড়া বাড়িতে হানা দিয়ে ইসলাম মন্ডল ও তাঁর ১৩ বছর বয়সী নাতি মুস্তাকিমকে গ্রেপ্তার করে। ধৃতদের লাগাতার জেরা করছে পুলিশ।

জানা গিয়েছে, ভিসা নিয়ে ভারতে এলেও দেশে ফিরে যাননি বাংলাদেশি নাগরিক ইসলাম মন্ডল। তাঁর বদলে ভোটার তালিকায় নাম তুলে ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু কিভাবে ভোটার তালিকায় নাম তুলে ফেললেন বাংলাদেশি নাগরিক, তাকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।