বজরং দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো আসামের করিমগঞ্জ জেলায়। অভিযুক্তের কঠিন শাস্তি চেয়ে ক্ষিপ্ত জনতা করিমগঞ্জের বাজারিছরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
জানা গিয়েছে, গত ৮ই জানুয়ারি সন্ধ্যায় লোয়াইরপুয়া এলাকার বাসিন্দা বজরং দলের সদস্য শম্ভু কৈরীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন। তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে হাপাতালে নিয়ে যায় শম্ভুকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
শম্ভুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বজরং দলের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, অভিযুক্ত সেলিম উদ্দিনকে কঠিন শাস্তি দিতে হবে। পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে।
করিমগঞ্জ প্রান্ত বজরং দলের সূত্রে জানা গিয়েছে, শম্ভু কৈরী(১৬) ওইদিন সন্ধ্যায় বাড়ি ফিরেছিলেন। হাইলাকান্দিতে বজরং দলের আয়োজিত বৈঠকে অংশ নিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। এলাকায় বজরং দলের অন্যতম মুখ ছিলেন শম্ভু। কি কারণে তাকে এমন নৃশংসভাবে খুন করা হলো, তা এখনও স্পষ্ট নয়।
পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই ঘটনা ঘিরে গোটা এলাকা থমথমে রয়েছে।