আসাম: কাছাড়ে গ্রেপ্তার ৪ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী



Updated: 01 August, 2023 6:02 am IST

ভারতের মাটিতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের স্রোত অব্যাহত। এবারে আসামের কাছাড় জেলা থেকে ৪ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলো পুলিশ। কয়েকমাস জম্মু ও কাশ্মীরে কাটিয়ে আসামে ফিরে এসেছিল তাঁরা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ধৃতরা।

জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের নাম হলো সফিক আলী, মুনতাসির আলী, জাভেদ আলী এবং মহম্মদ আলী। এদের মধ্যে সফিক আলী বাংলাদেশের সিলেটের বাসিন্দা, মুনতাসির আলী ও জাভেদ আলী হবিগঞ্জের বাসিন্দা এবং মহম্মদ আলী সুনামগঞ্জের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ৩০ শে জুলাই, গুমরা থানার অন্তর্গত গুমরা বাজার এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন গ্রাম রক্ষী বাহিনী(Village Defence Force)-এর সদস্যরা। তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গ্রাম রক্ষী বাহিনীর সদস্যরা। সেই সময় ধৃতরা বিভিন্ন জায়গার নাম অস্পষ্টভাবে বলে। এমনকি ভারতীয় নাগরিকত্বের কোনও প্রমাণ তাঁরা দেখাতে পারেনি। শেষে তাঁরা স্বীকার করে যে তাঁরা বাংলাদেশি। পরে তাদেরকে গুমরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গুমরা পুলিশ ওই বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। জেরায় বাংলাদেশিরা জানায় যে তাঁরা প্রায় ৩ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশের পর তাঁরা জম্মু ও কাশ্মীরে চলে যায়। সেখানে তিন মাস থাকার পর তাঁরা আসামে চলে আসে। তবে আসামে থাকার জন্য এসেছিল নাকি বাংলাদেশে ফিরে যেতে চেয়েছিল তাঁরা, তা অবশ্য স্পষ্ট করেনি পুলিশ।