আসাম: ১৬ বছর বয়সে বাড়িতে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হলো হাকিমার



Updated: 10 February, 2023 1:19 pm IST

বাল্য বিবাহ বন্ধে আসাম সরকারের রাজ্যজুড়ে অভিযান চালানোর মাঝেই ১৬ বছর বয়সী এক মায়ের মৃত্যু ঘটলো বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপা এলাকায়। গত ৫ই ফেব্রুয়ারি সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হলো ১৬ বছর বয়সী মুসলিম নাবালিকা হাকিমার(নাম পরিবর্তিত)। সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেও মৃত্যু হয় তাঁর।

খবর অনযায়ী, প্রসব যন্ত্রণা দেখা দেওয়ার পরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। বরং বাড়িতে প্রসব করানোর চেষ্টা করেন কয়েকজন। কিছুক্ষন পরে একটি ফুটফুটে সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন হাকিমা। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জেরে কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে সে।

তখন তাঁর স্বামী সদ্যজাত কন্যা সন্তানকে বাড়িতে রেখে নিস্তেজ হয়ে পড়ে থাকা হাকিমাকে বঙ্গাইগাঁও সিভিল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান যে ওই মহিলার পূর্বেই মৃত্যু হয়েছে। তারপরই তাঁর দেহ ফেলে রেখে পালিয়ে যান বাড়ির লোক। পরে হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ তদন্তে নেমে ওই নাবালিকার স্বামী শাহিনুর আলী(২৫), শাহিনুরের পিতা আয়নাল হক(৫৩)-কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, ২০০৬ এবং POCAO আইনে মামলা দায়ের করেছে পুলিশ।