শত শত বছরের সংগ্রাম এবং অগণিত মানুষের বলিদানের ফলস্বরূপ অযোধ্যায় মাথা তুলে দাঁড়িয়েছে শ্রীরাম মন্দির। আগামী ২২শে জানুয়ারির পুন্য তিথিতে, সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার কথা। আর সেই অনুষ্ঠানের পূর্বে দেশের কোটি কোটি হিন্দুর কাছে পৌঁছে যাচ্ছে শ্রীরাম মন্দিরের ‘অক্ষত নিমন্ত্রণ‘। আর সেই নিমন্ত্রণ হিন্দুদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন দেশের তামাম হিন্দু সংগঠনগুলির কর্মীরা।
এই নিমন্ত্রণ পাঠানোর উদ্যোগটি নেওয়া হয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে। এই অক্ষত নিমন্ত্রণের সঙ্গে থাকছে ‘অক্ষত’, যা হলো প্রসাদী চাল। এই চাল অত্যন্ত শুভ মনে করা হয়। সেই সঙ্গে থাকছে একটি আমন্ত্রণ পত্র সমেত পুস্তিকা এবং শ্রী রাম মন্দিরের একটি ছবি। সারা দেশের ৫ লাখ গ্রামে পৌঁছে যাবে অক্ষত নিমন্ত্রণ, এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে।
এই পরিকল্পনার পিছনে দেশের কোটি কোটি রাম ভক্তদের আবেগকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, বলছেন অনেকে। ট্রাস্টের সঙ্গে যুক্ত অনেকেই জানিয়েছেন যে প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় কোটি কোটি মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয়। কিন্তু মন্দির নির্মাণের জন্য দেশের কোটি কোটি মানুষ সাহায্য করেছেন। সেই সাহায্যের সঙ্গে ভগবান রামের প্রতি ভক্তি ও আবেগ জড়িয়ে রয়েছে। তাই প্রাণ প্রতিষ্ঠার পর তাঁরা যেন অবশ্যই অযোধ্যায় আসেন এবং প্রভু শ্রীরামের দর্শন লাভ করতে পারেন, সে জন্যই এই আমন্ত্রণ পাঠানো হচ্ছে।