ইরানের ছায়া এবার আফগানিস্তানে। ছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ করতে বিষ দেওয়ার ঘটনা ঘটলো সঞ্চারক প্রদেশের দুটি স্কুলে। বিষের কারণে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৮০ জন ছাত্রী। ঘটনার বিষয়ে তালিবানের দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।
জানা গিয়েছে, গত ৪ঠা জুন প্রথমে বিষ দেওয়া হয় কাবুদ আব এলাকার একটি প্রাথমিক স্কুলে। স্কুলে আসা প্রায় সমস্ত ছাত্রী এবং শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। তীব্র শ্বাসকষ্ট এবং অস্থিরতা দেখা যায় তাদের মধ্যে। ৬০ জন ছাত্রী এবং ৩ জন শিক্ষিকাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এর কিছুক্ষনের মধ্যেই একই জেলার ফৈজাবাদ এলাকার একটি মেয়েদের প্রাথমিক স্কুল থেকে খবর আসে যে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। এক্ষেত্রেও ছাত্রীদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। ২২ জন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রীদের এভাবে অসুস্থ হওয়ার ঘটনা ঘিরে সঞ্চারক জেলার শিক্ষা দপ্তরের পরিচালক মৌলবী সদরুদ্দিন আদিব ফারুকী বলেন যে দুটি ক্ষেত্রেই ছাত্রীদের বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু কিভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
এদিকে অসুস্থ ছাত্রীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রদেশের তালিবানের একটি প্রতিনিধি দল। তাঁরা অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে এক বিবৃতি জারি করে ঘটনায় জড়িতদের খুঁজে বের করা এবং শাস্তি দেওয়ার কথা জানানো হয় তালিবানের তরফে।
উল্লেখ্য, আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মেয়েদের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দিয়েছিল জিহাদী গোষ্ঠী তালিবান। পরে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয় তালিবান। কিন্তু মেয়েদের স্কুলে যাওয়ার বিরুদ্ধে যে এক শ্রেণীর ইসলামিক মৌলবাদী ক্ষুব্ধ ছিল, বিষ দেওয়ার ঘটনায় তা প্রমাণ হয়। কারণ ইরানেও মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করতে একইভাবে বিষ দেওয়া হয়েছিল। ফলে জিহাদী গোষ্ঠীর শাসনে মেয়েদের শিক্ষা এখন বহু দুর।