Aero India Show 2023: নতুন যুদ্ধবিমানে বজরংবলীর ছবি ঘিরে উন্মাদনা



Updated: 13 February, 2023 12:08 pm IST

ব্যাঙ্গালোরে ‘Aero India Show 2023’- তে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড(HAL) প্রদর্শিত যুদ্ধবিমান ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। কারণ যুদ্ধবিমানে বজরংবলীর ছবি এবং তার নিচে লেখা ক্যাপশন।

HAL -এর তরফে জানানো হয়েছে যে এই নতুন যুদ্ধবিমান মূলত সুপার সোনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এই যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তার বিষয় সম্বলিত নানা বৈশিষ্ট্য থাকছে। এই বিমানের নাম দেওয়া হয়েছে HLFT-42।

বজরংবলীর ছবির বিষয়ে HAL-এর তরফে জানানো হয়েছে যে বজরংবলী ক্ষমতা এবং একনিষ্ঠতার(Power and Devotion) প্রতীক। সেই সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে ‘The Storm is coming’। এই ছবি দেওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে বলে জানানো হয়েছে HAL-এর পক্ষ থেকে। বলা হয়েছে যে ১৯৬১ সালে দেশে নির্মিত প্রথম প্রশিক্ষণের জন্য যে যুদ্ধবিমান নির্মিত করা হয়েছিল, তাকে স্মরণীয় করে রাখতেই বজরংবলীর ছবি দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশে তৈরি প্রথম বিমানের নাম ছিল ‘HLFT -24 MARUT ’।

HAL-এর বলা হচ্ছে যে এই নতুন যুদ্ধবিমান আধুনিক যুগের কমব্যাট ট্রেনিংয়ের ক্ষেত্রে দিশা দেখাবে। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন Active Electronically Scanned Array, Electronic Warfare Suite, Infrared Search and Track with Fly by Wire control system ইত্যাদি থাকছে এই যুদ্ধবিমানে