আন্দামানের সমুদ্রে দুই সপ্তাহ ধরে ভেসে আছে ৪০০ রোহিঙ্গা মুসলিম সমেত দুটি নৌকা, নেই খাদ্য ও পানীয় জল; চিন্তিত রাষ্ট্র সংঘ



Updated: 07 December, 2023 9:29 am IST

গত ৪ঠা ডিসেম্বর, রাষ্ট্র সংঘের শরণার্থী এজেন্সি একটি সাংবাদিক সম্মেলন করে জানায় যে আন্দামানের সমুদ্রে রোহিঙ্গা শরণার্থীদের দুটি নৌকা প্রায় দুই সপ্তাহ ধরে ভেসে রয়েছে। দুটি নৌকায় প্রায় ৪০০ জন রোহিঙ্গা রয়েছে। ওই নৌকা দুটিতে খাবার ও পানীয় জল প্রায় শেষের পথে। এখনই প্রতিবেশী দেশগুলি তাদের আশ্রয় দেওয়ার উদ্যোগ না নিলে বড়সড় বিপদ ঘটতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাষ্ট্র সংঘের শরণার্থী এজেন্সির তরফে

রাষ্ট্র সংঘের শরণার্থী এজেন্সির আঞ্চলিক প্রধান বাবর বালোচ ব্যাংককে বলেন, “ওই নৌকা দুটিতে প্রায় ৪০০ জন রোহিঙ্গা রয়েছে, যাদের মধ্যে মহিলা, শিশু ও পুরুষ রয়েছেন। তাঁরা বাংলাদেশ থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। তারপর থেকেই সমুদ্রে ভেসে রয়েছেন। এখনই যদি তাদের আশ্রয়ের ব্যবস্থা না করা হয় তবে বিপদ ঘটতে পারে।”

উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমদের নিয়ে নৌকা দুটি প্রায় দুই সপ্তাহ ধরে সমুদ্রে ভেসে রয়েছে। থাইল্যান্ডের কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকা দুটি থাইল্যান্ড হেকে প্রায় ২০০ মাইল দূরে সমুদ্রে রয়েছে। প্রায় একই দূরত্ব ইন্দোনেশিয়া থেকেও। তবে এর আগে একটি নৌকা ইন্দোনেশিয়ায় ঢোকার চেষ্টা করলেও ফেরত পাঠিয়ে দেওয়া হয় বলে খবর।

সমুদ্রে করে অন্য রোহিঙ্গাদের দেশে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা এই প্রথম নয়। এর আগে একাধিক নৌকা মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু মুসলিম রাষ্ট্র হওয়া সত্বেও ইন্দোনেশিয়া রোহিঙ্গাদের আশ্রয় দিতে রাজি নয়। এমনকি মাস খানেক আগে কয়েকশো রোহিঙ্গাকে জল ও খাবার দিয়ে সমুদ্রে ফেরত পাঠায় ইন্দোনেশিয়া সরকার।

প্রসঙ্গত, মায়ানমারে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে ঘরছাড়া হন কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। কিন্তু রোহিঙ্গাদের মধ্যে অপরাধপ্রবণতা এবং মাদক কারবারের কারণে আজ অতিষ্ঠ বাংলাদেশ। সেই থেকেই নৌকা করে বিশ্বের বিভিন্ন দেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। এই অনুপ্রবেশ থেকে ব্যাড যায়নি ভারত। বিভিন্ন উপায়ে ভারতে ঢুকে পড়েছেন লাখের বেশি বেআইনি রোহিঙ্গা মুসলিম।