West Bengal

উত্তর ২৪ পরগনা: হিন্দু নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার ইলিয়াস মন্ডল

এক হিন্দু নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলার মসলন্দপুরে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইলিয়াস মন্ডল নাম একজনকে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা(১৫) উত্তর ২৪ পরগনা জেলার মসলন্দপুর থানার অন্তর্গত রাঘবপুর কাহারপাড়া এলাকার বাসিন্দা। গত ৩০শে অক্টোবর সন্ধ্যা থেকে ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকেরা এদিক ওদিক খুঁজেও কোনও হদিস পাননি। পরের দিন সকালে ওই নাবালিকার দেহ বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গাছের কাছেই ওই নাবালিকার জুতো পড়ে থাকতে দেখা যায়। ওই নাবালিকার দেহের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

পরিবারের লোকজনের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই হিন্দু নাবালিকাকে উত্যক্ত করতো ইলিয়াস মন্ডল ও তাঁর বন্ধুরা। একাধিকবার কুপ্রস্তাব দেওয়া হয়েছিল ওই নাবালিকাকে। কিন্তু সেই সব প্রস্তাব মেনে নেয়নি ওই নাবালিকা। এমনকি ওই নাবালিকাকে নানারকমভাবে হুমকি দিয়েছিলো অভিযুক্তরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলো যে স্কুলে কিংবা টিউশনে যেতে ভয় পেতো সে, এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মৃতার প্রতিবেশীরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে ইলিয়াস মন্ডল নাম একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!