Bangladesh

বাংলাদেশ: খুলনায় দুর্গা প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার বোরখা পরা মহিলা

বাংলাদেশে পূজার প্রাক্কালে দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা অব্যাহত। এবারে প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো খুলনা জেলার শীতলাবাড়ি মন্দিরে। মহালয়ার দিন সকালে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, মহালয়ার দিন ওই মন্দিরে অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান দেখতে এসেছিলেন স্থানীয় হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই। অনুষ্ঠান দেখতে এসেছিলেন একজন বোরখা পরা মহিলাও। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন মন্দিরের নির্মীয়মান মন্দিরের প্রতিমার একদম কাছে চলে যান ওই মহিলা। তারপর সকলের অলক্ষ্যে প্রতিমার সঙ্গে থাকা সিংহের মূর্তির কিছুটা অংশ ভেঙে ফেলেন। সেই সময় কয়েকজন কিশোর তা দেখে ফেলে। তাঁরাই সে কথা বড়োদের জানান।

তখনই ওই মহিলাকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেন মন্দিরে থাকা লোকজন। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ওই বোরখা পরা মহিলার পরিচয় জানায়নি পুলিশ। তবে এমন ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!