India

গ্রামের কুলদেবীর মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দান করলেন ক্রিকেটার রিংকু সিংহ

মনোকামনা পূর্ণ হওয়ায় কথা রাখলেন ক্রিকেটার রিংকু সিংহ(Rinku Singh)। গ্রামের কুলদেবী মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দান করলেন তিনি।

উল্লেখ্য, আলিগড়ের কমলপুর গ্রামে রয়েছে মা চৌধুরী কুলদেবীর মন্দির। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে যাওয়ার পূর্বে কামনা জানিয়েছিলেন রিংকু। ভালো খেললে মন্দির নির্মাণে ১১ লাখ টাকা দেওয়ার প্রার্থনা জানিয়েছিলেন তিনি। আর তাঁর সেই কামনা পূরণ হওয়ায় মন্দির নির্মাণে ১১ লাখ টাকা পাঠালেন ভাইয়ের হাতে।

জানা গিয়েছে, দানের টাকায় মন্দিরটি নতুন করে সাজানো হবে। নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হবে। মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে আগামী ১৬ই অক্টোবর। তবে দলীপ ট্রফির ম্যাচ থাকায় উপস্থিত থাকতে পারবেন না রিংকু।

প্রসঙ্গত, গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরহয়ে রিংকুর খেলা মন জয় করেছে সারা দেশের। এক ওভারে পাঁচটা ছয় মেরে ম্যাচ জেতানো ইনিংস এখনও উজ্জ্বল ক্রিকেটপ্রেমীদের মনে। সদ্য সমাপ্ত এশিয়ান গেমস- এ দারুন খেলেছেন রিংকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!