Ghar Wapsi

‘মেয়েদের সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে দেখা হয়’, হিন্দু প্রেমিককে বিয়ে করে বললেন শাবানা

উত্তর প্রদেশের বরেলিতে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন এক মুসলিম তরুণী। শুধু তাই নয়, হিন্দু ধর্ম গ্রহণের পর হিন্দু প্রেমিক অরবিন্দকে বিয়েও করলেন। হিন্দু রীতি অনুযায়ী, নতুন নাম গ্রহণ করে হলেন শিবানী।

খবর অনুযায়ী, বরেলির অগস্ত্য মুনি আশ্রমে ওই মুসলিম তরুণীর শুদ্ধি অনুষ্ঠান সম্পন্ন হয়। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে, যজ্ঞে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন শাবানা। বিয়ের পরই নিজের হিন্দু প্রেমিককে বিয়ে করেন। তাঁর শুদ্ধি অনুষ্ঠানটির পরিচালনা করেন পন্ডিত কে কে শঙ্খধর।

এরপরই কেন হিন্দু ধর্ম গ্রহণ করলেন, সে বিষয়ে মুখ খোলেন ২১ বছর বয়সী শিবানী। বলেন, ইসলামে মেয়েদের সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে দেখা হয়। আমার নিজের মা দশম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আমার ৮ ভাই রয়েছে। আমি মুক্তি পেতেই হিন্দু ধর্ম গ্রহণ করেছি এবং হিন্দু প্রেমিককে বিয়ে করেছি।

শিবানী আরও বলেন যে হিন্দু ধর্মে মেয়েদের শ্রদ্ধা করা হয়। এই ধর্মে তিন তালাক, একাধিক বিয়ে, নিকাহ হালালার মতো জঘন্য প্রথা নেই। তাই হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শিবানী।

এছাড়াও, হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেবের ভক্ত বলে নিজেকে দাবী করেন শিবানী। নিয়মিত পূজা-অর্চনা এবং জলাভিষেক করতে চান, জানিয়েছেন শিবানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!