Bangladesh

বাংলাদেশ: গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর

দুর্গা পূজা আসছে, আর তার প্রাক্কালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের আনাচে কানাচে প্রতিমা ভাঙ্গার ধুম পড়ে গিয়েছে। ফরিদপুরের পর এবার দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো গোপালগঞ্জ জেলায়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মন্দিরের ভিতরে নির্মীয়মাণ দুর্গা প্রতিমাকে নৃশংসভাবে ভেঙে দিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর ইউনিয়নের অন্তর্গত চরপাড়া গ্রামের দুর্গা মন্দিরের ভিতরে আসন্ন পূজা উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। প্রতিমা নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল।

আজ সকালে স্থানীয় হিন্দুরা দেখেন যে মন্দিরের ভিতরে থাকা নির্মীয়মাণ প্রতিমা ভাঙ্গা। মা দুর্গা এবং সঙ্গে থাকা মা সরস্বতী ও মা লক্ষীর প্রতিমা ভেঙে ফেলা হয়েছে। ভাঙ্গা দেখলেই পরিষ্কার, খুব ঘৃণাভরে, নৃশংসতার সঙ্গে প্রতিমাগুলো ভাঙ্গা হয়েছে। আর ভাঙ্গা প্রতিমা দেখার পর ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় হিন্দু সংখ্যালঘুদের মধ্যে। তাদের অনুমান, গত রাতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিমা ভাঙচুর করেছে মৌলবাদী দুষ্কৃতীরা।

এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, স্থানীয়দের থেকে তথ্য পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফরিদপুরে নির্মীয়মাণ দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত চললেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গোপালগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো। এই ঘটনা নিয়ে এই বছরে এখনও পর্যন্ত প্রতিমা ভাঙ্গার মোট দুটি ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!