World

আমেরিকা: নিউ জার্সিতে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হাতে খোদাই করা হিন্দু মন্দির, উদ্বোধন ৮ই অক্টোবর

আমেরিকার নিউ জার্সিতে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হাতে খোদাই করা হিন্দু মন্দির। আর এই মন্দির উদ্বোধনের পরই এটি হবে বিশ্বের সবচেয়ে বড়ো মন্দির, যা হস্তশিল্পীদের দ্বারা খোদাই করে নির্মিত।

নিউ জার্সির রবিন্সভিলে অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরটির নির্মাণ করছে BAPS সংস্থা। পুরো মন্দিরটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী ৮ই অক্টোবর, আমেরিকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা।

উল্লেখ্য, ২০১৫ খ্রিস্টাব্দে মহামন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন BAPS সংস্থার প্রধান মহারাজ মহন্ত স্বামী মহারাজ।

জানা গিয়েছে, মন্দিরটি নির্মাণে কয়েক হাজার হস্তশিল্পী কাজ করে চলেছেন। খোদাই করে মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যের অপূর্ব নিদর্শন। এই মন্দিরে ভ্রমণ করলেই যেকেউ ভারতের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি সম্বন্ধে ধারণা পাবেন।

মন্দিরটির নির্মাণে নিউ জার্সি ও আশেপাশের এলাকায় বসবাসকারী হিন্দুদের অবদানও রয়েছে। বিগত কয়েক বছর ধরে কয়েক হাজার হিন্দু মন্দির নির্মাণের কাজে স্বেচ্ছা শ্রম দান করেছেন। সপ্তাহের ছুটির দিনগুলিতে মন্দির নির্মাণের কাজে হাত লাগিয়েছেন। সকলেই মন্দির উদ্বোধনের দিকে উৎসুক হয়ে তাকিয়ে রয়েছেন, জানানো হয়েছে BAPS সংস্থাটির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!