Law & Order

কৃষ্ণ জন্মভূমি মামলা: মথুরার বিতর্কিত শাহী ঈদগাহ মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট

মথুরার কৃষ্ণ জন্মভূমির উপরে নির্মিত শাহী ঈদগাহ মসজিদে বিজ্ঞানসম্মত সমীক্ষা চালানোর অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট(Supreme court)। গতকাল, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে কৃষ্ণ জন্মভূমি সংক্রান্ত মামলার শুনানিতে সমীক্ষার অনুমতি দিতে অস্বীকার করেন বিচারপতি।

মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া উপস্থিত ছিলেন। অনুমতি না দেওয়ার কারণ হিসেবে বিচারপতিদ্বয় বলেন যে একই বিষয়ে একটি মামলা এলাহাবাদ হাইকোর্টে বিচারাধীন। তাই সেই মামলার নিষ্পত্তি না হওয়ার পূর্বে সুপ্রিম কোর্ট তেমন কোনও নির্দেশ দিতে পারে না। আরও বলা হয় যে সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে নির্দেশ দেওয়ার। কিন্তু এক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। তারপরই পিটিশনটি খারিজ করে দেওয়া হয়।

উল্লেখ্য, শ্রী কৃষ্ণ জন্মভূমির উপরে নির্মিত শাহী ঈদগাহ মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চেয়ে এই মাসের ১৪ তারিখে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। এই পিটিশনটি দায়ের করা হয়েছিল ‘শ্রী কৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্মাণ ট্রাস্ট’-এর তরফে। পিটিশনে দাবি জানানো হয়েছিল যে হিন্দু মন্দির ভেঙে তার উপরে ওই মসজিদ নির্মাণ করা হয়েছিল। তাই ওই জমি ও নির্মাণের প্রকৃত মালিক শ্রী কৃষ্ণ জন্মভূমি। ওই নির্মাণকে মসজিদ বলা ঠিক হবে না। জ্ঞানবাপীর মতো বিজ্ঞানসম্মত সমীক্ষা করলে ইটা স্পষ্ট হবে যে মন্দির ভেঙে ওই মসজিদ নির্মাণ করা হয়েছিল, দাবী করা হয়েছিল পিটিশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!