Love Jihad

লাভ জিহাদ ও যৌন শোষণের শিকার বেঙ্গালুরুর সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, অভিযুক্তকে গ্রেপ্তার করতে কাশ্মীরে ছুটলো কর্ণাটক পুলিশ

লাভ জিহাদ(Love Jihad)-এর শিকার হলেন বেঙ্গালুরু শহরের এক মহিলা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ওই মহিলার অভিযোগ, কাশ্মীরের এক যুবক তাকে প্রেমের ফাঁদে ফেলে যৌন শোষণ করেছে। এমনকি তাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি Karnataka Protection of Right to Freedom of Religion Act আইনেও মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে কাশ্মীরে রওয়ানা দিয়েছে কর্ণাটক পুলিশের একটি টিম।

জানা গিয়েছে, কাশ্মীরের বাসিন্দা মোজেফ আশরাফ বেগ কর্মসূত্রে কর্ণাটকের বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটিতে থাকতেন। তাঁর সঙ্গে পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ওই হিন্দু তরুণীর পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই যুবক। দীর্ঘদিন ধরে চলতে থাকে সেই সম্পর্ক।

তরুণীর আরও অভিযোগ, আদালতে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিয়ের পরে তাকে নিজের ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ওই যুবক। কিন্তু শারীরিক সম্পর্ক চলার মাঝেই তাকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতে শুরু করে কাশ্মীরের ওই যুবক। এমনকি জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয় তাকে, অভিযোগ করেছেন ওই তরুণী।

জোর করে ধর্মান্তরিত করার পরই সম্পর্কে ইতি টানেন ওই তরুণী। থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু সেকথা জানতে পেরেই কাশ্মীরে নিজের বাড়িতে পালিয়ে যান ওই যুবক।

তরুণীর আরও অভিযোগ, মোজেফ আশরাফ বেগের ভাই তাকে ফোন করে হুমকি দিয়েছে। তাঁর বিরুদ্ধে কোনওরকম আইনি ব্যবস্থা নিলে ফল ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়েছে তাকে, জানিয়েছেন ওই তরুণী।

ইতিমধ্যেই, অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি ধর্মান্তরণ বিরোধী আইন Karnataka Protection of Right to Freedom of Religion Act -এ মামলা দায়ের করেছে পুলিশ। কর্নাটক পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেপ্তার করতে কাশ্মীরে রওয়ানা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!