Bangladesh

বাংলাদেশ: শ্রীমঙ্গলে দলিত হিন্দুদের উপরে ইসলামিক মৌলবাদীদের হামলা, চললো ভাঙচুর ও লুটপাট

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। এবারে শ্রীমঙ্গলের দলিত হিন্দুরা হামলার শিকার হলেন। ইসলামিক মৌলবাদীরা দরিদ্র হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির ভাঙচুর করার পাশাপাশি ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গত ১৫ই সেপ্টেম্বর, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আরামবাগের হরিজন পল্লীতে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে এলাকার এক যুবক জয় রবিদাসের সঙ্গে পাশের এলাকার মুসলিম যুবক শফিক মিঞার সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই সময় শফিক দেখে নেওয়ার হুমকি দেয় জয়কে।

অভিযোগ, গত ১৫ই সেপ্টেম্বর রাতে হঠাৎই একদল মুসলিম যুবক লাঠি, রড ও তরোয়াল নিয়ে আরামবাগের হরিজন পল্লীতে হামলা চালায়। এলাকার হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে মারধর করা শুরু করে। বাড়ির মেয়েদের জামাকাপড় ধরে টানাটানি শুরু করে। বাধা দেওয়ায় কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। বেশ কয়েকটি বাড়িতে থাকা মন্দিরে ভাঙচুর চালায় ওই উন্মত্ত মুসলিম যুবকরা। এছাড়াও, বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গিয়েছে ইসলামিক মৌলবাদীরা।

এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয় রবিদাসের পরিবার। জয় রবিদাসের বাড়ি-ঘর ভাঙচুর করার পাশাপাশি তাঁর বাড়ির মন্দিরটিও ভাঙচুর করা হয়েছে। এমনকি, তাঁর বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে। জয় বলেন, “আমার মোট ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।”

এছাড়াও, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কেশব রবিদাস(৩০) ও ময়না রবিদাসের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সুমিত্রা রবিদাস শ্রীমঙ্গল থানায় শফিক মিঞা ও তাঁর ভাই রফিক সমেত ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রফিককে গ্রেপ্তার করেছে। বাকিরা বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার-ইন-চার্জ জাহাঙ্গীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!