West Bengal

দেবী দুর্গা ও সরস্বতী সম্বন্ধে নোংরা মন্তব্য কুড়মি নেতার, উঠছে গ্রেপ্তারের দাবি

হিন্দুদের শ্রদ্ধেয় দেব-দেবী সম্বন্ধে নোংরা মন্তব্যের স্রোত চলছেই। এবারে সেই তালিকায় যুক্ত হলো নতুন নাম- অজিত মাহাতো। জনসভা থেকে করে বসলেন নোংরা মন্তব্য। আর সেই মন্তব্য ঘিরে ব্যাপক ক্ষুব্ধ হিন্দুরা। প্রতিবাদ মিছিলের পাশাপাশি ওই নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে FIRও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ওই কুড়মি নেতাকে।

ইতিমধ্যেই অজিত মাহাতোর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, “কোন পূজোটা করছিস? এই যে দুর্গা পূজা। ..যদি দুর্গার দশটা হাত থাকে, সরস্বতীর চারটা হাত থাকে, ব্রম্ভার যদি চারটা মুখ থাকে, পঞ্চাননের যদি পাঁচটা মাথা থাকে, এই পৃথিবীতে কোথাও না কোথাও একটাও এমন মানুষ জন্মাতে দেখেছেন? এইসব মিথ্যা নয়তো কী? হায়, হায়। দুর্গার যদি দশটা হাত থাকে, ও চিৎ হয়ে ঘুমায় কী করে? ওর ব্লাউজ কে সেলাই করে?”

ছবি: FIR কপি

তাঁর সেই নোংরা মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরই ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে হিন্দুদের মধ্যে। ক্ষুব্ধ হিন্দুরা অজিত মাহাতোর গ্রেপ্তারি চেয়ে গত পরশু দিন পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ওই নেতার নোংরা মন্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি তাকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়।

ইতিমধ্যে, গত ১৬ই সেপ্টেম্বর তারিখে পুরুলিয়া সদর থানায় অজিত মাহাতোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যার নম্বর ১৪৩/২০২৩। সেই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩A, ২৯৫A, ৫০৫(২) এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!