India

মণিপুর: ছুটিতে আসা সেনা জওয়ানকে অপহরণ করে হত্যা

ক্রমচলমান হিংসার মাঝে দুঃখজনক খবর এলো মণিপুর থেকে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়িতে আসা সেনা জওয়ানকে অপহরণ করে খুন করলো দুষ্কৃতীরা। ওই সেনা জওয়ানের নাম সেরতো থাংথাং কোম(৪১)।

জানা গিয়েছে, গত ১৬ই সেপ্টেম্বর, শনিবার তিনজন অজ্ঞাতপরিচয়, সশস্ত্র দুষ্কৃতী বাড়ি থেকে অপহরণ করে ওই সেনা জওয়ানকে। পরের দিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর, রবিবার, বারো থেকে ১৪ কিলোমিটার দূরে ওই সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। পরে পরিবারের লোকেরা তাঁর দেহ শনাক্ত করেন। দেহ উদ্ধারের সময় দেখা যায় যে ওই সেনা জওয়ানের মাথায় গুলি করে খুন করা হয়েছে। তবে খুনের পূর্বে ওই জওয়ানকে নির্যাতন করা হয়েছিল কিনা, তা ময়নাতদন্তের পড়ি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সেনা জওয়ান কোম ভারতীয় সেনার রক্ষা সুরক্ষা কোর(DSC)-এ সিপাহী পদে কর্মরত ছিলেন এবং সেনার লেইমাখোঙ স্টেশনে পোস্টেড ছিলেন। ছুটি নিয়ে পশ্চিম ইম্ফল জেলার তারাং-এ তাঁর গ্রামের বাড়িতে এসেছিলেন।

ঘটনার দিন বাড়িতেই বসে ছিলেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী ওই সেনা জওয়ানের পুত্র জানিয়েছেন যে হঠাৎই বাড়িতে তিন জন ঢুকে পড়ে। তাদের হাতে বন্দুক ছিল। তাঁরা বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায় এবং একটি সাদা গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

এদিকে সেনার তরফে ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে এবং সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, দিল্লী থেকে সেনার একটি প্রতিনিধিদল মণিপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!