India

বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া আসাম সরকার, গ্রেপ্তার ১৭ কাজী

বাল্যবিবাহ(Child marriage) রোধে ফের জোরদার অভিযান শুরু করেছে আসাম পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘোষণার পরই নাবালিকা মেয়েদের বিয়ে করা ব্যক্তি এবং বিয়ে দেওয়া কাজীদের গ্রেপ্তার করতে জেলায় জেলায় অভিযান শুরু করেছে পুলিশ। এবার এক দিনে ১৭ জন কাজীকে গ্রেপ্তার করলো হাইলাকান্দি জেলা পুলিশ।

অভিযোগ, ওই কাজীরা সরকারী অনুমোদন প্রাপ্ত নয়। তা সত্বেও তাঁরা বিবাহের জন্য বয়সের তোয়াক্কা না করেই শুধুমাত্র কবুলনামার কাগজপত্র তৈরী করেই নাবালিকাদের বিয়ে দেওয়া হচ্ছিলো। আর সেই তথ্য সামনে আসার পরই ওই ১৭ জন কাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার, ১২ই সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করে হাইলাকান্দি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার লীনা দলে।

পুলিশ সূত্রে খবর, নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া মোট ২৫ জন কাজীর তালিকা তৈরী করা হয়। তারপর সেই সব কাজীদের গ্রেপ্তার করতে অভিযানে নামে বিভিন্ন থানার পুলিশ। তথ্য অনুযায়ী, হাইলাকান্দি সদর থানার পুলিশ ২ জন, পাঁচগ্রাম থানার পুলিশ ১ জন, আলগাপুর থানার পুলিশ ৪ জন, কাটলিছড়া থানার পুলিশ ২ জন এবং রামনাথপুর থানার পুলিশ ৪ জন কাজীকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!