World

স্কুল-কলেজে হিজাব ও নিকাব পরা নিষিদ্ধ করলো মিশর

ফ্রান্সের পর মিশর। স্কুলে হিজাব এবং নিকাব পরা নিষিদ্ধ করলো দেশটির সরকার। আর এই নিয়ম আগামী শিক্ষাবর্ষ থেকে লাগু হবে বলে জানানো হয়েছে। তবে নির্দেশিকায় বলা হয়েছে যে স্কুলে আসা ছাত্রীরা মাথা ও চুল ঢেকে রাখতে পারবেন, তবে মুখ যেন পুরোপুরি দেখা যায়।

মিশরের শিক্ষা মন্ত্রী রিদা হেগাজি জানিয়েছেন যে আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। ছাত্রীরা হিজাব ও নিকাব পরে স্কুলে আসতে পারবেন না। অভিভাবকরা যেন এই বিষয়ে নজর দেন, সেই অনুরোধও করেছেন তিনি। তবে কোনও ছাত্রী স্বেচ্ছায় যদি মাথা কিংবা চুল ঢেকে রাখতে চায়, তবে তার অনুমতি দেওয়া হবে। তবে ওই ছাত্রীকে মুখ খোলা রেখেই স্কুলে আসতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী।

শিক্ষা মন্ত্রী আরও বলেন যে কোনও ছাত্রী যদি মাথা না ঢেকে স্কুলে আসতে চায়, তবে তাকে অভিভাবক জোর করতে পারবেন না। স্কুলে কোনওরকম কট্টরপন্থী চিন্তাভাবনা কিংবা পোশাক পরা নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই নিয়ম কোনও ছাত্রী অমান্য করলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

উল্লেখ্য, মিশরের মাটি থেকে ‘মুসলিম ব্রাদারহুড’-এর চাপানো ইসলামিক কট্টরপন্থা মুছে ফেলতে চায় বর্তমান সরকার। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা হচ্ছে। ইসলামিক শিক্ষা কমিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সিলেবাসে পরিবর্তন করা হচ্ছে। মুসলিম ব্রাদারহুডের চাপানো হিজাব বাধ্যতামূলক নিয়মের পরিবর্তন করতেই স্কুলে হিজাব ও নিকাব নিষিদ্ধ করলো দেশটি।

প্রসঙ্গত, পৃথিবীর একাধিক দেশে স্কুল ও কলেজে হিজাব নিষিদ্ধ। এদের মধ্যে বহু মুসলিম দেশও রয়েছে। এর আগে বসনিয়া, কাজাখাস্তান, উজবেকিস্তান, অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়ার মতো দেশ স্কুল ও কলেজে হিজাব পরা নিষিদ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!