World

ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর শুরু করা ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। বললেন, “ভারতের থেকে আমাদের শেখা উচিত।”

উল্লেখ্য, গতকাল ১৩ই সেপ্টেম্বর, রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনোমিক ফোরাম(Eastern Economic Forum)-এর অষ্টম সম্মেলন আয়োজিত হয়েছিল। সেই সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পুতিন। সেই সম্মেলনে দেওয়া বক্তব্যে রাশিয়ার মাটিতে উৎপাদন বাড়াতে জোর দেন তিনি।

বক্তব্যে পুতিন বলেন, “আপনারা জানেন, নব্বইয়ের দশকে আমাদের দেশে নিজস্ব গাড়ি উৎপাদন শিল্প ছিল, কিন্তু এখন আছে। ইটা সত্যি যে আমাদের দেশে তৈরী গাড়ি মার্সিডিজ কিংবা অডি গাড়ির থেকে অনেক ভালো। কিন্তু এই গাড়িগুলি একসময়ে অনেক টাকা খরচ করে আমরা কিনতাম। আর গাড়ি নিজের দেশের উৎপাদন করতে হলে আমাদের নিজেদের বন্ধু রাষ্ট্রের কাছ থেকে শিখতে হবে। উদাহরণ হিসেবে আপনি ভারতের কথা নিতে পারেন।”

তিনি আরও বলেন, “ভারত এখন নিজের দেশে উৎপাদনে জোর দিচ্ছে। দেশে গাড়ি তৈরী এবং তা ব্যবহার করতে দেশের জনতাকে উৎসাহ দেয় হচ্ছে। আমি মনে করে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে উৎসাহিত করে সঠিক কাজ করছেন। “

এছাড়াও, পুতিনের ভাষণে সদ্য দিল্লীতে অনুষ্ঠিত হওয়া জি-২০ সম্মলেনের প্রসঙ্গ উঠে আসে। ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অটুট বলেও মন্তব্য করেন পুতিন। উঠে আসে ভারত-মধ্য এশিয়া-ইউরোপ ইকোনোমিক করিডোরের প্রসঙ্গও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!