India

‘ধর্মান্তরণ’ ও ‘লাভ জিহাদ’ প্রতিরোধে দেশব্যাপী ‘শৌর্য জাগরণ যাত্রা’ বিশ্ব হিন্দু পরিষদের

দেশব্যাপী ‘শৌর্য জাগরণ যাত্রা’ কর্মসূচীর ঘোষণা করলো বিশ্ব হিন্দু পরিষদ(VHP)। লক্ষ্য- দেশের প্রতিটি প্রান্তে ধর্মযোদ্ধা তৈরী এবং সেই ধর্মযোদ্ধারা ‘ধর্মান্তরণ’ এবং ‘লাভ জিহাদ’ প্রতিরোধে বিরাট ভূমিকা পালন করবে। এমনই জানিয়েছেন VHP-এর মুখপাত্র বিনোদ বনসাল।

VHP-এর তরফে আরও জানানো হয়েছে যে এই বিশেষ কর্মসূচী আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে। দেশের প্রতিটি কোনায় কোনায় এই কর্মসূচীর আয়োজন করবে বিশ্ব হিন্দু পরিষদ। এই যাত্রায় হিন্দু যুব সমাজের মধ্যে ধর্মান্তরণ এবং লাভ জিহাদ নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি তা প্রতিরোধ করার দিশা-নির্দেশ থাকবে। এই কর্মসূচীর মাধ্যমে হিন্দু সমাজে জাগরণের সৃষ্টি হবে, যাতে তাঁরা ধর্মান্তরণ এবং লাভ জিহাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

শুধু তাই নয়, এই কর্মসূচীর মাধ্যমে দেশের প্রান্তে প্রান্তে ‘ধর্মযোদ্ধা’ তৈরি করা হবে। সেই ধর্মযোদ্ধারা হিন্দু সমাজের বিপদ সম্বন্ধে হিন্দু সমাজকে সচেতন করার পাশাপাশি হিন্দু সমাজের পক্ষে লড়াই করবে। ধর্মান্তরিত হওয়া মানুষদের হিন্দু সমাজে ফিরিয়ে আনতে ‘ঘর বাপসি’ অনুষ্ঠানের আয়োজন করবে এই ধর্মযোদ্ধারা, জানিয়েছেন VHP মুখপাত্র।

বিনোদ বনসাল জানিয়েছেন যে অযোধ্যায় শ্রী রাম মন্দির উদ্বোধনের পূর্বে এই যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ। এই যাত্রা চলাকালীন হিন্দু পরিবার থেকে প্রদীপ সংগ্রহ করা হবে এবং তা অযোধ্যায় পৌঁছে দেওয়া হবে। শ্রী রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে হিন্দু জাগরণের এই সোনালী মুহূর্তে হিন্দু সমাজ তাদের বিপদ সম্বন্ধে সচেতন হবে এই কর্মসূচীর মাধ্যমে।

তিনি আরও জানান যে VHP-এর এই কর্মসূচীতে দেশের বিশাল সংখক সাধু-সন্ত যোগ দেবেন। বাড়ি বাড়ি ঘুরে সাধারণ হিন্দু জনতাকে ধর্মের জন্য রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবেন এবং হিন্দু সমাজের বিপদ সম্বন্ধে সচেতন করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রায় প্রতিটি প্রান্তে সক্রিয় খ্রিস্টান মিশনারী এবং লাভ জিহাদের চক্র। হিন্দুদের প্রলোভন কিংবা ভুল বুঝিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার ঘটনা ঘটছে। অন্যদিকে লাভ জিহাদের মাধ্যমে হিন্দু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে হাজার হাজার হিন্দু মেয়ে। আর এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সচেতনতা নেই হিন্দু সমাজে। ফলে বিশ্ব হিন্দু পরিষদের এই যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!