India

মহারাষ্ট্র: ছত্রপতি শিবাজী মহারাজ সম্বন্ধে আপত্তিজনক পোস্ট, সাতারায় হিন্দু-মুসলিম সংঘর্ষ

ছত্রপতি শিবাজী মহারাজ সম্বন্ধে আপত্তিজনক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়লো মহারাষ্ট্রের সাতারায়। দুই সম্প্রদায়ের মধ্যে হওয়া সংঘর্ষে পুড়েছে একাধিক বাড়ি ও গাড়ি। এখনও পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে যে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, সাতারা জেলার খাটোভ তালুকের পুষেগাওঁ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক গত ১০ই সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই পোস্টে মহারাষ্ট্র তথা সারা দেশে শ্রদ্ধেয় ছত্রপতি শিবাজী মহারাজ সম্বন্ধে অপমানজনক উক্তি করা হয়। সেই পোস্ট ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পরের দিন অর্থাৎ ১১ই সেপ্টেম্বর রাত্রে একদল ক্ষুব্ধ লোকজন রাস্তায় নেমে পড়েন। বিশেষ সম্প্রদায়ের মালিকানাধীন বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়। বহু গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাস্তার পাশে থাকা ঠেলাগুলিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর এইসব ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ১৫ জন আহত হয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। হিংসা যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য সাতারা জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং অধিকাংশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শিবাজী মহারাজ সম্বন্ধে আপত্তিজনক পোস্ট করা সংখ্যালঘু যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!