India

জি-২০ পুস্তিকায় চমক: থাকছে রামায়ণে গণতন্ত্র থেকে গৌরবময় ভারতের একটুকরো ছবি

আগামী ৯ই ও ১০ই সেপ্টেম্বর নয়াদিল্লীতে বসতে চলেছে জি-২০(G-20) শীর্ষ সম্মেলন। সেই সম্মেলন ঘিরে দিল্লীতে এখন সাজো সাজো রব। আর সেই সম্মেলনে আসা অতিথিদের সামনে ভারতের এক টুকরো ছবি তুলে ধরতে বিশেষ পুস্তিকা করেছে কেন্দ্রের মোদী সরকার। আর সেই পুস্তিকায় থাকছে চমক।

সূত্রের খবর, অতিথিদের সামনে ভারতীয় গণতন্ত্রের মাহাত্ম্য তুলে ধরতে দীর্ঘ ইতিহাস সম্বলিত দুটি পুস্তিকা ছাপানো হয়েছে মোদী সরকারের তরফে। দুটি পুস্তিকার নাম দেওয়া হয়েছে : “ভারত- দ্য মাদার অফ ডেমোক্র্যাসি” এবং “ইলেকশনস ইন ইন্ডিয়া”। মোট ১৬টি ভাষায় পুস্তিকাটি প্রকাশ করা হয়েছে।

প্রথম পুস্তিকায় উঠে এসেছে রামায়ণের গণতন্ত্রের কথা। লেখা হয়েছে, রাজা দশরথ তাঁর মন্ত্রীদের অনুমোদন নিয়েই শ্রী রামকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। সেই পুস্তিকায় উঠে এসেছে মহাভারতের কথাও। মহাভারতে শরশয্যা থেকে ভীষ্ম যে যুধিষ্ঠিরকে সুশাসনের পরামর্শ দিয়েছিলেন, সাধারণ জনতার কল্যাণের কথা বলেছিলেন, সেকথা গণতন্ত্রের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ; বলা হয়েছে পুস্তিকায়। পুস্তিকায় ভারতে বৌদ্ধ ধর্মের আগমন নিয়ে উল্লেখ করা হয়েছে। গৌতম বুদ্ধের উপদেশে গণতন্ত্রের দিশানির্দেশের কথা তুলে ধরে বলা হয়েছে, প্রাচীন ভারতেও গণতন্ত্র সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল।

দ্বিতীয় পুস্তিকায় স্বাধীন ভারতের নির্বাচনী প্রক্রিয়া সম্বন্ধে তুলে ধরে হয়েছে। বিভিন্ন নির্বাচনে বিপুল সংখক মানুষের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে পুস্তিকায়। পুস্তিকায় ভারতকে ‘গনণতন্ত্রের জননী’ আখ্যা দেওয়া হয়েছে।

এছাড়াও, দুটি পুস্তিকার ছত্রে ছত্রে রয়েছে গৌরবময় ভারতের প্রতিচ্ছবি। রয়েছে সিন্ধু সভ্যতার কোমরে হাত দিয়ে দাঁড়ানো সেই পরিচিত নারী মূর্তির ছবি, সম্রাট অশোক, ছত্রপতি শিবাজী মহারাজ। পুস্তিকার বিভিন্ন অংশে রয়েছে ঋগ্বেদের স্তোত্র। বেদ সমেত নানা শাস্ত্রে সভা, সমিতি বা সংসদের মতো শব্দ কিভাবে বর্তমান ভারতের সংসদকে বোঝাতে ব্যবহৃত হতো, তাও বর্ণনা করা হয়েছে ওই পুস্তিকা দুটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!